আদরে রোগকে ভালোবাসা
জেনে ও শত্রু, দেহমাঝে পোষা ,
এমত নরক ভোগ আর নাই
রুগ্ন শরীরে সে আভাস পাই ।


ব্যাধিজড় নির্মূলে চাই ডাক্তার
তাঁরা ঈশ্বরসম আজি এ সংসার ,
কষ্টের অভিজ্ঞতায় ধনী সে
তাই তো পূজনীয় তিনি ভবে ।


কড়াব্যাধিরা সহজে যায় না
বিজ্ঞান বিফল তার মূল জানা ।
রোগেরা আবার সশক্ত প্রবল
সবই কেড়ে নেয় অর্থ-সম্বল ।


পৃথিবীর জ্ঞানবাণী সতর্ক আজ
রোগ নিরাময়ে করিছে কাজ ,
পথে ঘাটে ফঁকির, ঝাড়ফুঁক
তারা রুগীরে দিতে চায় সুখ ।


মাদুলি-তাবিজ হাটে ,মেলায় ,
সাধু ,ধূপধূনোয় ধুনুচি জ্বালায় ।
মোড়ে বেচে হাড়, গাছগাছড়া ,
তাঁরা চায় না গ্রাহক, হাতছাড়া ।
নানা জীবের চর্বি-মজ্জার তেল
মালিশের নামেতে দেখায় খেল ।


আস্থা-উপোষ, ধর্ণা, ভক্তিকাম
মালাজপা, আসন, প্রাণায়াম ।
দান দক্ষিণা দ্বারা পুণ্য অর্জন -
অগোনা তীর্থ করা হয় ভ্রমন ।


ছড়ানো জঞ্জাল ধূষিত মেলা
সরাতে অপরাগ করি হেলা ,
ভেজাল জিনিসে রোগের বাসা-
খাই রোজ, সুস্থ্যতা করি আশা ।


(ইং-০৭-১০-২০১৯)
*-ভক্তিকাম > ভক্তির কাজ ।