সুখে কেহ করে নৃত্য, দু’বাহু তুলে
মুক্তকন্ঠে কেহ গায় সব দুঃখ ভুলে ;
করো বা ভরাডোবে ,অসময় কূলে -
মোটা চিন্তারেখা, দেখি কারো ভালে !
কারোর ঘুড়ি ওড়ে- সুদূর আকাশে ,
কারো সুতো কাটা ! মুখ ফ্যাকাশে ।


মজায় কেহ আরামে শুয়ে এসিতে
কেহ বা একহাঁটু কাদাজলে শীতে ,
আহারে বাহার ! উপচে পড়া হাঁড়ি -
কারো, ক্ষুধার জ্বালা,-শুখায় নাড়ি ।


গরীব মালিনী বাগিচায় ফুটায় ফুল
অকর্মে কেহ আনন্দে মাতে অতুল !
কায়িক শ্রমে কতোর জোটে না অন্ন ,
অপ্রথা-কুপ্রথা মেনে, কত যে ধন্য !


সংসারে ছল আর মায়া ভরা ছায়া ,
তার মাঝে বিরাজে মাত্র মনঃকায়া ।
হাত-পা ছোড়াছুড়ি-হুড়োহুড়ি তার ,
সবটাই নিছক মায়া, ঘোরাঘুরি সার ।


(ইং-০৫-০২-২০১৯)