চাইলে কি হয় না দেশের উত্থান
জনতা কী পারে না দিতে বলিদান ?
একনিষ্ঠ সেবা ভাবে কর্ম করে
সবে, শ্রমে, বাড়াতে দেশ-মান ?
বাধা কোথায় ? হোক তার খোঁজ
সবার হোক জীবনগতি সহজ ।

দেখি না কোন ত্রুটি সাধারণ মানুষ
তারা কত অল্প পেয়ে ও থাকে খুশ ,
সর্বকালে কিছু অপাংক্তেওর জন্য
সব শুভ কর্মে পদে পদে ঘটে বিঘ্ন ।
সুন্দর ফসলে যেমন কিছু আগাছা
তার জন্য পুরো ফসল পায় সাজা ,
আগাছার অতিরিক্ত দূষিত সে বাড়
সংসারে মূল্যবোধ গুণ হয় ছারখার ।

কারা-কোথায় কি ভাবে আছে বসে
তার ফাঁদ পাতা, লাভে সর্বনেশে ,
তারা চায় ভলোরে সমূলে বিনাশ
দেখা দেয় সর্বত্র অন্ধকার আভাস ।

(০৪-০৮-২০২২)