মানব মহাজ্ঞানী আবার শক্তিধর
জয় করেছে নভ-ভূমি-মরু, সাগর ,
তবু কোথাও জ্ঞানে খাটো,-ফাঁকা -
এখনো বিজ্ঞ মানবের তা’, অদেখা !
দেখা হয় নাই ! এমন অপবাদ নয় ?
দেখেও হয় নি- সুবোধের উদয় !


জেতে কুরুক্ষেত্রের অহম লড়াই -
বাকি, ওঠা তালগাছ, হাত আড়াই ,
জয়ী, ভূতপ্রেত্, দত্যিদানার সাথে -
এ লড়াই মামুলী ! লড়ে একহাতে !
জানা অজানা সূক্ষ্ম কঠিন কীটাণু -
লড়ে, করেছে তাকে নত জানু ,
লড়ে শ্বাপদ, বাঘ-ভালুক, হায়না -
সবক শিখিয়েছে আজাব্দি নানা ।


লড়াইয়ে হারে একস্থানে কেবল ,
অপারক আঁটা খল, তার ছল-বল !
প্রত্যক্ষ লডাইয়ে নয় দর্শন তার -
খল, ছলকারী সে বলধারী অপার !
সে খলেরা অমর ,শক্ত রক্তবীজ ,
এক মরিলে, গজিয়ে- গিজগিজ !!


(ইং-০৭-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
হিন্দী শব্দ, সবক > উচিত শিক্ষা দেওয়া ।