অন্যায়ের পক্ষে চলা তো- ভাল না
ভালো না- ভেজালে সব করা সারা ,
এ ও ভাল না- দুষ্প্রচার , পর নিন্দা -
তবু কত স্বভাবে হন্যে -পাগলপারা ।


পরের চরখায় তেল না দিলে
কারো বা হয় না- খানা হজম !
সুকাজে দেখি না কোনরূপ মন
না- আদর্শ বাচবিচারে- দমক্ষম ।


কত কায়দা-করণ, ফাঁক খোঁজা ,
অহিত দূরাভিসন্ধি- সঙ্গ করে
জাদুটোনা তাকতুক- জ্যোতিষ ,
নিবানিশি অলসে পরচর্চা সারে ।


কিছু তুচ্ছ অপগুণ করিলে বর্জন
আর পরহিতে চৈতন্যে যদি মন
কালে সমাজে বয় প্রেমের বন্যা ,
ধরায় কত সুখী রয় ,লোক-জন ।


(ইং-২২-০৬-২০২০)