শোষণের থাবা , অসীম শক্তিধর
এর থেকে বাঁচার নেই কোন অবসর ,
অক্টোপাসের মারণ গাল ও অক্ট বাহু
শোষক শোষিতকে শোষণে ন্যস্ত হুবহু ;
নেই রেহাই হাবা-গোবা বা বুদ্ধিমান -
হবে শোষণ যতক্ষণ আছে বাছার পরাণ।
অদৃশ্যজাল পাতা বন,স্থল, খালবিল- জল
খুবই আসক্ত সে শিকারী রাঘববোয়াল ।
এ দৃশ্য গড়ে ওঠে এক নিয়ম ধারায়
শাসকের সে ক্রূর বিচার ভাবনায় ,
ভোটাগ্রে বকধর্মী, সে করুণা দেখায় -
ধন্য পুঁজিতন্ত্রের মালিক,শোষণ ভালোবাসায় ।
(ইং-২৩-০৩-২০২০)