বহুধা ভয়াবহ যুগ-যন্ত্রণা সঙ্গ করে
শিশু বসুন্ধধা আগে বাড়ে ধীরে ধীরে
সহজে দিল্লীর লাড্ডু,-হাতের মোয়া ,
এ ভূভাগকে এমত অবস্থায় যায়নি পাওয়া ।


একমাত্র মানুষ এনেছে ধরার বুকে পরিবর্তন
আদি থেকে কত ভাবে এ পৃথিবী করে কর্ষণ ।
বুদ্ধি-বিবেক-বলে সব কিছু চায় নিজের মতন
সর্বোপরি প্রকৃতি দোহন ,মানুষের যেন যতন ।


বিচিত্র কত কলা-কৌশল সৃষ্টি, শোষণ জন্য
যুগধারায় আভাস বস্তু ও মানব হয়েছে পণ্য ।
জ্ঞানে, ঐশ্বর্য্যে,শৌর্য-বীর্যে মানুষ মহাবলিয়ান
তবু দিনোদিন বাড়ে তার ঠগ নীতিতে আঘ্রাণ ,
কালে-কালে উন্নতির সোপানে ধরে ঘুণ
মানুষ সব ভোলে তবু ভোলে না শোষণ গুণ ।


(২২-০৩-২০২১)