আস্থা মহা-শক্তিমান
তার আগে চলে না বিজ্ঞান ,
লেখাপড়ায় অতি বড়ো বিদ্বান
সে ও আস্থার আগে মোহ্যমান ।
আস্থা তার ক্রমান্বয় প্রচার
অপনীতির বিরুদ্ধ নয় জনতা সোচ্চার ,
আস্থা, অসাড় করে মেধা-মজ্জা
তবু জ্ঞানী-গুণী পায় না লজ্জা ।


এ এক জাদু জগৎ জুড়ে
প্রভাবে, ধনী, অট্টালিকা বা কুড়ে
শিক্ষিত, বৈজ্ঞানিক, আবাল-বৃদ্ধ-বনিতা
গোবর, গোমূত্র ধারণে দেখায় একাগ্রতা ।
সাধুর রংচং ভণ্ডামীর আগে
আধুনিক বিচারওয়ালা কোথায় লাগে !


(০২-০১-২০২১)
কুড়ে > কুড়েঘর । আধুনিক বিচারওয়ালা > বিজ্ঞান জ্ঞানে বিচার রাখে সে জন ।