আগুন বড়ো ডরাবনা চিজ্  
যেমন দেখি দাবানল ,
সব কিছু পুড়িয়ে করে ছারখার
নির্দয়ে গ্রাসে, চল-অচল ।


যদি বোঝাপড়া করা জীবনে
শেষটা-আরপার ,
আগুন নিয়ে করো না খেলা  
সমাধানে , সমস্যার ।


সে মৃত প্রায়, কখনো তাকে,
জাগাতে বিষ ! মহৌষধ ,
আবার সে গরল সুস্থ্য-সবল
তারে করে সমূলে বধ !


আগুন ভিতরে থাকা সবার
বিশেষ করে দরকার ,
জড়চিন্তা আর শিথিলতায়  
উদ্ধারিতে ঔজার ।


আগুনে পোড়া বেগুন -
মুখরোচক সুস্বাদ ,
আগুনে পুড়ে-পুড়ে মন
নির্মল আর নিখাদ ।


*-ঔজার > অস্ত্র ।
(ইং-২০-০২-২০২০)