ধোঁকার চাষ, মেলে অশুভ ফল
দূরগামী গরল, হানিকর ফসল,
সাজ সাজ রব প্রতি ভোটকাল
এ কাজে সবে উন্মত্ত মাতাল !


ঊর্বর ভূমিরে উষরে রূপান্তর  
স্বার্থের খাতিরে বেষ্টিত প্রান্তর ,
তেতোর ’পর, সুমধুর প্রলেপ
শূন্য চিন্তা, না ভয়, আক্ষেপ ।


নেতারা নাচায় কাঠের পুতুল
ঝুড়ি-ঝুড়ি লোভ দেখায় অতুল ।
দাঁড়ানো নিরপেক্ষ, অচল মানা
ভিড়ে তাই ভাসা ঠিকানা অজানা ।
দশে ঘিরে থাকা, আস্থায় মতি ,
ভাল, নিজেকে সমর্পণ জনগতি ।


(ইং-০৫-০৩-২০১৯)