আজ চলছে পালা কে পারে কত
অন্যায় অনীতির পথে চলায় মত্ত ,
এ এক নবশিক্ষা সংস্কারের উপজ
লেশহীন দ্বিধা-লজ্জা আচরণ সহজ ।


যে চলায় অপারক কালের গতি ধরে
সহস্র বাঁধা বিরোধে সে রয় ঘিরে ।
স্বাধীনতা সে তো ইচ্ছার অপচয়
তাকে বন্দী রেখে চেতনা করো জয় ।


সবে জগতের দাস- ভেব বারোমাস
বড়ো দান জল-মাটি আকাশ-বাতাস ।
খেলা রশ্শি কষাকষি সৎ অসৎ মিলে
যাঁরা জেতে তাঁরা পায় জয় এ ভূতলে ।


স্বাধীনে বিচরণে ছিল কত মুক্ত প্রাণী
স্বার্থে তাদের ধরে ধরে টানায় ঘানি ।
মানো আর না মানো হারার নাই দাম ,
সব নিষ্ফলা সৎ পথে ঝরালে ও ঘাম ।


(ইং-১৬-০৭-২০১৯)