দিনটি আজ ক্ষুদিরামের ফাঁসি ,
‘একবার বিদায় দে মা ঘুরে আসি’
অখণ্ড বাংলার ছিল বুকভরা প্রাণ
মরমে মরমে বাজিত সে গান ।


আজ সহজে সব পাওয়ার যুগে
ভুগছি অপসংস্কৃতির নানা রোগে ।
আঠার বছরের সে মহান ত্যাগ
এখনো ভাবলে- হই অবাক !
অনুকূল পরিবেশে শীতল ছায়ায়
মন কোথায় যেন তুচ্ছে হারায় ।


কি করে যে সেবায় তাঁর-পল
কাটে, দেশমাতৃকার চরণতল ।
মোরা আজ কোথায় চলমান ?
কার শরণে বাঁচাব এ জান !


(ইং-১১-০৮-২০১৯)
*-অগ্নিপুত্র ক্ষুদিরামের ফাঁসি-১১-০৮-১৯০৮ (বয়স ১৮বছর ৭ মাস ১১ দিন )
প্রথম বাঙালি শহীদ , তাঁর চরণে শতকোটি প্রণাম জানাই ।