দুয়ারে নেতা, আচরণে মুগ্ধ জনতা
সখা-বন্ধু-ভাই ,আদরে কয় নেতা ,
সে সুরে সবে মাতে- ঘুমন্ত দেশ-
আঃ মরি জাগরণ ! চৌদিকে বেশ ।


নেতা নিজেরে ভাবে প্রভাতী ভানু
বাঁশী বাজিয়ে সুর শুনায় যেন কানু ,
জগৎ আলো, বিধৌত নির্মল কথা -
অন্তর জনদরদী ভাবনা ভরা যথা ।


অসাধু দলে টানা, ভাবে না পাপ
ভোট লাভে, নিঃস্ব-রে বলে, বাপ ,
নিজস্ব নিখাদ হিতে কর্মে প্রত্যয়
ছলে নাচে মন, খুশীতে অতিশয় ।


গঙ্গার জলে ধুয়ে নেয় মলিন- গা
পূণ্যতে জড়িয়ে ধরে ভণ্ডের পা -
দেশ সেবা ধুর-ছাই, কিরকম কথা !
আঁচ পায় না সে কারো অন্তর ব্যথা ।
মধুর ছল, বোলচালে আগে- চল
রচে, লোকজন- ফাঁদে ফেলা কল ।


পড়াশুনার দুয়ারে এঁটে দেয় তালা
তার পাসের ডিগ্রি ,নেতা পাঠশালা ।
ঐন্দ্রজালিক মায়ায় ভরে ভাবুকতা
ফলায় মনকাড়া অতি দরদী বক্তৃতা ।


কস্মিনকালে না খবর আর্তরে তারা
জন তরে বোধ, পোকামাকড়, ওরা ।
পুষ্পমাল্যে সুশোভিত ঘাড় ও গলা
জনতার পয়সার সমস্ত ফুলমালা ।


(ইং-০৫-০৮-২০২০)