বিনা কৃচ্ছ্র সাধনে, সে বিড়াল ,
পার না করে ভোগের দেয়াল ।
পাপ নির্মূলে, যতেক পাপিষ্ঠ-মন
গঙ্গাস্নানে শুদ্ধিল কলঙ্ক-জীবন !


ধ্যান, এবার আখাড়ায় বিধিমত ,
করিল সমস্ত ধর্মপাঠ, শাস্ত্রমত ।
সে মান্ধাতার চির আদি স্বভাব
দ্রবীভূত হয়না সহজে খোয়াব !


নামযশ প্রতিপত্তি, বিপুল ফলে -
দিনদিন বেড়ে ওঠে, ফলে-ফুলে !
ম্যাঁও-ম্যাঁও আর নয়, দ্বারে-দ্বার -
বিড়াল মস্তবড়ো ধর্ম ঠিকেদার !


মন্ত্রী-সন্ত্রী, তারা করে নিমন্তরণ ,
দেশবিদেশ ভ্রমনে থাকে মগন ।
খবরের মুখ্য পাতায় তার স্থান ,
প্লাবনে ভরিল অভাবিত মান !
সাত জনম উদ্ধারিল এক জনমে ,
ফলে, সুখ্যাতি ছলিত সাধু ধরমে ।


স্বধর্ম দেয় নাড়া জাত্যাভিমান -
অযাচিত লোভ তার ,পড়ে টান !
দেখা গেল কালের ফল, জেল !
ধরা পড়ে, শেষ ! বিড়ালের খেল !!


(ইং-০৭-০৪-২০১৮) -বেঙ্গালুর
হিন্দী শব্দ, - খোয়াব > স্বপ্ন, ইচ্ছা ,


অখিল ভারতীয় আখাড়া ১৪ ফর্জী সাধু বাবার লিষ্ট জারি
করেন, তার মধ্যে কেহ ছিল গার্ড আর কেহ ছিল বীয়ার বার মালিক ।
( নিউজ ডেক্স )