হায় রে ! এ নারী সমাজ -
কেন ? দীনতা ভরা আজ ।
সুপ্রিম কোর্ট দেন রায়, যুক্তি ,
প্রবুদ্ধ জন চাইছে- নারীমুক্তি ।
বিচারক চান, নারীর- সুবিধা -
কেন ? মান্যতে দ্বন্দ্ব, দ্বিধা !
খুশী ভরিতে অছুত অন্তরে
অবাধ প্রবেশ দানেন মন্দিরে ।


কী নেশায় নিজের অবহেলায় -
নারী মুক্তি, ভরিল না ভাবনায় ?
তবে- রবে ? অনন্ত কাল দূরে ,
প্রবেশ চাও না, ভগবানের দ্বারে ?
কী ভাবে- হবে, নারীমুক্তি ,
কী সে বাধা ! নেশা-ভক্তি !


(ইং-০৯-১০-২০১৮)
*-কেরলের মুখ্যমন্ত্রী “পিনরাই বিজয়ন” জানিয়েছেন- তিনি
সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে, পুনর্বিচার যাচিকা দাখিল করিবেন না ।
*-গত, সুপ্রীম কোর্টের রায়, ‘সবরীমলা মন্দিরে’ নারী প্রবেশের অনুমতি দান করেন (আগে নারী প্রবেশ বর্জিত ছিল) ।
*-বর্তমান রায়ের বিরুদ্ধে মন্দির কমেটি নারীদের দলে টেনে আন্দোলন করছেন ।
স্রোত > হিন্দী পত্রিকা, (ইং-০৯-১০-২০১৮) ভোপাল , ম.প্র. ।