বৃক্ষ ও মৌমাছি- ওরা জীব দু’টি
কোথা থেকে শিখেছে, কর্মটি খাঁটী !
দূর-দূর উড়ে যায়, ঝোপ-ঝাড়ফুল
মৌমাছি মধু খোঁজে করে না সে ভুল ।
দিনচর্চা শুভকাজে যোগাড়ে মধু
দেখি না তার মত আর কোন সাধু ।


বৃক্ষের আবদ্ধ জীবন, একই স্থলে ,
দেহ ধরে স্থির- গতিবিহীন, অচলে ।
খোরাক তার একই স্থান মাত্র মাটি
চাইলে ও অন্যস্বাদ হবে না পরিপাটি ।
আঁকড়ে ভূমিরে অতি ঝড়-জল সয়ে
জীবিত, ধরণীর ’পর একা একপায়ে ।


পরহিতে ফলফুল পাতা মূল দেহ
অমৃতসম প্রাণবায়ু দান করে সেও ।
জ্ঞান ও সুযোগের অধিষ্ঠাতা-দেব ,
সে তুলনায় মানুষ যেন মাত্র ভেক ।


(ইং-০১-১০-২০১৯)