সহস্র ফুটোয় তরী, তবু জলে ভাসে-
এই বুঝি ভরাডুবি- ভাবি সন্ত্রাসে ,
যত্ন নেই ফুটো বন্ধে- না ওঠে জল
কতকত ছিদ্র বন্ধে, পাই নাকো ফল ।


কর্মঘন জীবন মাঝে এমনতর হয়
ভুলভুলাইয়ার পথে কত শঙ্কাময় ,
একদুঃখ মিটে যায়, অন্যটা আসে
সুখ নাই কপালে যেন বারোমাসে ।


শুরুতে নাওখানি গড়িলে ভালো
মিলিত ভাগ্যাকাশে সুখ ও আলো ,
ফুটোফাটায় হত না ক্ষতি বা জ্বালা
বুঝিলাম শুরুতে কাজে করি হেলা ।


(ইং-২৬-০৭-২০১৯)