লটর-পটর , জটলা কতর
শুনতে পাওয়া যায় রে -
খেটে খাওয়া মানুষগুলো
কত কিছু কয় রে ,
ঘাটে ঝিয়ে বাসন মাঝে
রোচক আলাপ- ভরে যে ।


মানের হাড়ি ,কুল ছাড়ি
কত শোভা সে পায় রে ,
চমৎকারী রাজা-রাণীর
টাকার পাহাড় পায় রে ।
ধান ভানতে শিবের গাজন
পাড়া পড়শী গায় রে ,
ওগো দিদি, বলি তোমায়
ঐ, টাকার পাহাড় পেলে -
বলতাম ওরে, আটুল বাটুল
এবার- দুঃখ যাবে চলে ।


কাঁদিস না আর পথে পথে
জেল ফিরে মা- পাবি সাথে  
খুব খাবি রোজ, দুধে-ভাতে ,
পোলাও থাকবে পাতে ।
দু’দশ বছর এমন কি বা  
টানতাম না হয় ঘানি -
সোনাদানা, টাকার পাহাড়
এ যে গর্বের সে রানী ।


শুনতে কত মজা লাগে
কল্পনাতেও সুখ ,
হায় গো দিদি, কপাল খারাপ
সংসার ভরা ভুখ্ ।
কাজের মধ্যে জীবন কাটে
পাই না কোন মান ,
দেশ লুটে ধনেশ্বর ওরা
চড়ে উড়াল জান ।


(০১-০৮-২০২২)
উড়াল জান > উড়ো জাহাজ ।