জন্ম তো একবারই হয়
অপর, কে কোথায় দেখেছে- ভবে
এ জনমে হল না সুখ
এজন্য দায়ী কে হবে- তবে !


দেশ স্বাধীন, শোষণ হয় না বন্ধ
বিভেদ জোয়ার উজান বায় ,
ব্যবস্থাপক তাঁরাই নীতি চালায়
আভাস পাই ধূর্ততার মহাগন্ধ ।


গোঁছাতে আখের সচেৎ-সুঠাম
স্বার্থী জীবন, লোভে না ঘেন্না ,
ক্ষণে, দেখাবটি কুম্ভীর কান্না
করুণা ঝরে, মুখে হরিনাম ।


গরীব সর্বকাজে বিপদ নিয়ে
দেশ উত্থানে মনোনিবেশ
প্রাসাদে শাসক মঠে প্রভু
ধুঁকে-ধুঁকে আর্ত হয় শেষ ।


(০৫-১০-২০২১)