থাক, নিশ্চুপ বোবাপনা ,
সেথা, চর্চায় শক্ত মানা ।
ভয়ে, কম্প জাগে থরথর !
অপর, সাংঘাতিক শক্তিধর ।


সব বিন্দুতে তারা যে ইন্দু ,
তুমি কোন বাছা হে , চান্দু !
নতঃ রাখ হামেশা, মাথা –
নিখোঁজ, নেই কোন ত্রাতা ।
এ, কালের কোপ, অমোঘ !
এ, ভাগ্যাবস্থার , সংযোগ ।
আগাছায় ছেয়েছে মাঠ -
কন্টকে ভরা-খামার ঘাট ।


মূল প্রথিত, গভীর অতলে -
ওরা যে বিষাক্ত, আজ হালে  ।
যেন নিছক অবহেলায় -
দেখি বিদ্রোহ, অসহায় !
খড়-কুটোর মত হায় !
নদীর জলে ভেসে যায় ।
উপায়, বুদ্ধিমত্তার পরিচয় ,
নয়ন জলে বাঁচা তায় ।


(ইং-০৮-১২-২০১৭)