জংপড়া লোহা ঘষে-ঘষে হয় ধার ,
মাথায় মারি বেশ কিছু হাতুড়ির ঘা -
যদি সম্বিতটা ফেরে ? যা ভাবি-তা’;
এ দাওয়াইও বৃথা হয় সববার ।

দেখি পাগলটাও মাঠে ঘুমায় সুখে ,
ওমত হয় না ঘুম, কষ্ট যে বুকে !
বিপদ এক-দু’ নয় ! সহস্র হাজার -
আভাস পাই অনিষ্টের কত কারবার ;
চারিদিকে ফুলে-ফেঁপে নানাচারে
শিক্ষায় দেখা রমরমা, সমাজ ভরে ।

যখন হয় না প্রতিকার শেখা
তাই সুদিনে সে যমদূত ডাকা ;
বোঝা না বোঝার সে দ্বন্দ্ব মিলে
মানবতার হিত দু’পায়ে দলে
এ ভাবে একদিন চলে -চলে -
ধ্বংস সীমায় পৌঁছাব এক কালে ।

(১৮-১২-২০২৪)