সবে বাঁচে সুখের জ্বালায় ,
আহরণে প্রচেষ্টা খরা ঝড়জল মাথায় ।
সুখ যে পায়- খুব খায়
জাগতিক নিয়ম এর ব্যাতিক্রম নয় ।
যে পায় না সে খায় না ,
পর দ্বারে সবে পারে না দিতে ধরনা ।
কত অনৈতিক কাজ শুরু ,
এই ভুখা পেট সে পাপ কাজের গুরু ।


সর্বধর্মে বলে,- ‘হও সৎ’ ,
একনিষ্ঠ মানা -তবে কী যাবে ক্ষুধার-আপদ ?
কারো ধন- যারা কাড়ে ,
দেখি, গুনাত্মক রূপে তারা আগে বাড়ে !
শেষে ধর্মে,- এ ও বলে ,
‘অবশ্য অসাধুরা কষ্ট পাবে আগের কালে’ ।


(ইং-২৩-১২-২০১৯)