যেদিকে তাকাই গুণীর মেলা
এ অধমের মুখ দেখানো ভার ,পথে চলা !
                কোটি-কোটি বিজ্ঞ-সুপণ্ডিত
আলাপ ব্যবহারে সভায় সর্বোত্তম- প্রতীত ,
                কর্ম ? তা’ আর বলতে নেই
নিজগণ্ডি-পরিধি সময়ে বুঝতে কমতি নেই ।


             সর্বস্তরে-সর্ববর্গে সজাগ মহিয়ান
তাঁরা , চাল-চরিত্রে নিখুঁত স্বার্থগুণে বলিয়ান ।
                    ব্যস্ত, হাতে সময় বেশ কম
দিখাবটি মানবমূল্য নির্ভুল, মান্যতায় ধরম ।
                     দেশজনতা-যদিও বেহাল ,
ওঁদের হাতেই দেশের ভবিষ্যৎ আগামী কাল ।


(১৮-০৯-২০২১)
মেওয়া > বাদাম ,পেস্তা , বেদানা ইত্যাদি ।
প্রতীত > ধারণা ।