কত কাল গেল, কত কত সুযোগ -
তা’ দেখা, বয়ে যায় ,
অনাদরে ,আগে বাড়ে দুর্যোগ ।
জ্বালা-অশান্তি, ঘরে ঘরে কান্না
অভাব অনটন দুর্ভিক্ষ ,
শূন্য ভাণ্ডার ,হয় না তাই রান্না ।
কত মুনি-ঋষি ,ধর্মসংস্কারকারী
এ ধরায় গঙ্গা বহিল ,
তবু দেখা, ধর্মে ভরা দেশ- বিশ্রী ।
কর্মে, সূক্ষ্মাতি সূক্ষ্ম গহন বিচার -
অভাব দূরিতে গবেষণা ,
সে বিষয়ে কেহ খোঁজে না আর ।
প্রচারে চোটপাট, সারা মাঠঘাট-
শুধু ধর্ম- ধর্ম- ধর্ম ,
রক্তক্ষয়ী দর্শণ !ভরা মারকাট ।
গায়ে হলে জোর অন্ধ যেন ঘোর -
আমি বড়, আমি বড় ! দাপট ,
তারা বিনা কারণ, চায় সম্মুখ সমর ।
সুকাজ, সুভাবনা, জনমঙ্গল ভুলে
ধর্মে বিভেদ, ডেকে মহোৎসব -
কাজে, বিবেক নিয়েছে যে চিলে ।
(২৩-০৫-২০২৫)