দৈবক্রমে অর্থ পেয়ে
আঙুল ফুলে কলাগাছ ,
দর্পভরা ব্যবহার দেখ
রূপ-বাহারী সাজ ।
লোভে পাগল-অন্তকরণ
স্বার্থী , হিসেবগুণে নিপুন ,
খাতাকলম নিয়ে বসে
পর ঘর কত পোড়ায় আগুন ।

হাতে তার জল গলে না
দয়া-দাক্ষিণ্য কাজে ,
পরোপকারে ডাক পড়লে
মহান অক্ষম সাজে ।
তারে দেখে কত না আবার
এমনি আদর্শ ধারণ -
ভাবে বোধে লাভের তরে
এটাই উত্তম জীবন ।

(১২-০৫-২০২২)