গুরুদ্বারা মন্দির মসজিদ গির্জা মঠ ,
চারিদিকে ভরে তারা সংখ্যায় বিকট ।
কর্মে, আস্থা-পূজা- প্রার্থনা, যাঁর-যাঁর ,
ধর্মী ভক্তরা রত, ভক্তিতে একাকার ।


উঁচু-উঁচু চূড়া দেখি,- স্বগর্বে দণ্ডায়মান ,
জানা নেই কার কত করে অর্থ দান ।
সে স্থান নিয়ে হানাহানি- মারামারি ,
একইঞ্চি জমি কেহ দেবে না ছাড়ি ।


আছে আর এক মন্দির কর্ম-সংস্থান
জাতিভেদ দেখি না সেথা, ঐক্যমান ।
প্রভুর দর্শন নয় ! পেটের তাড়না !
ভুক্তভোগিদের আছে সত্যতা জানা ।


এদিকে কত কলকারখানা, উদ্যোগ ,
অকালে রসাতলে ! দুর্নীতির সংযোগ ।
আস্থাঘর, পরপারের সে গোলকধাম ,
বেকার নিরুপায়,পায় না কোন কাম ।


(ইং-২৮-১১-২০১৯)
*- ক্ষমা প্রার্থী, কারো ধর্মে ঠেস্ পৌঁছাতে চাই না ।