এ কাজে লাগে না শক্তি-ধন-জ্ঞান ,
ভজিতে হয় শুধু কল্পনা উপাখ্যান ।
দরকারে নয় দড়াদড়ি, জনবল ,
চাই সদ্য হতাশ ভাবনা- সম্বল ।
মনে, সাংসারিক ঘনঘোর সঙ্কটে ,
যদি ভরে বিরাগ, অতি নটখটে !
চাই প্রেমাদর, উড়ো-উড়ো ভান ,
মধুর সুখ, কল্পনার প্রকৃত মান ।


নাছোড়বান্দা যদি হয় ইচ্ছারা -
হোক সে কল্পনারে বান্ধব করা ।
শোকসাগরে ঢেউ, শঙ্কা দুয়ারে ,
লহো কল্পনারে বুকে -আদরে ।
জগৎ নিয়মে উত্থান পতন যখন
কল্পনাতে মোহিত, তন-মন-ধন ।
অভাব, মিষ্টি সুস্বাদু ভোজ্য স্বাদ ,
কল্পনারে করো প্রখর আবাদ !

এভাবে শূন্যে পার গড়িতে স্বর্গ ,
লভিবে রাজা বাদশার পদ, বর্গ ।
কল্পনায় চলা সংসারের খেলা ,
যুগে-যুগে কত অভাগার ভলা ।
কতোর জীবনে ঘনায় সুদিন ,
কত যে আজি কল্পনায় লীন ।


সাধুরা ও কল্পনা ধরে প্রাণবন্ত ,
আস্থায় মাতে সে, ভজে অনন্ত !
ভাই ,সংসারে পেতে মুক্তি তাই,
কল্পনার স্মরণে ভাবনা সদাই !
(ইং-১০-০৪-২০১৮)


#_কাব্য সার > এখানে সাধারণ জীবন, সহজ সুখের পথ ক্ষণস্থায়ী রূপ, 'কল্পনা সুখ' ।
যারা কল্পনায় শুধু বাঁচতে চায় সুখ চায়, তাদের পক্ষে এমত কথা ব্যঙ্গে বলা ।