কেবলি হল মসলায়, কল্কেটি সাজা ,
তিনটি প্রাণী হতে চায় ক্ষণিক রাজা !
অনেক কাল পরে সুখেতে আত্মারে ,
দেবে সুখটান, আড়ামোড়া ঝেড়ে ।


এক বেরসিক আসরে ঢুকিল সোজা ,
অকম্মা ! সব নষ্ট করিল সভার মজা !
বলে ! খাওয়া- বিড়ির, শেষটা দে -
সুখটানে উঠিব, আকাশ-চাঁদে !


এত বছরের সরকার, কী দরকার ?
দেয়না বিড়ির কণা, মাত্র বরাবর !
নেশা ছাড়া কী- গরীব সমাজে ?
বিনা নেশায়, কে বেঁচে আছে !


তোরা রাজা ! টান, দামী কলকে ,
দেখে-দেখে বাঁচি আশার পুলকে ।
এ ভাবনা, জ্বালা-যন্ত্রণা, ভুলায় -
এছাড়া সুখ দেবে, কোন হালায় ?


তোরাও দিবি না, তোর ভাগেরটা ,
চাই না পুরো আস্ত, বিড়িটা গোটা ।
দে তাড়াতাড়ি ! কষ্টে আছি মেলা -
এক টানে মিটাই ,প্রাণের জ্বালা !


(ইং-১৩-১২-২০১৭)
নেশা লোকে কেন করে ? মনের জ্বালা মেটাতে । ছোটরা করে অভাবে , বড়োরা করে আনন্দে , স্বভাবে ! ছোটদের এত অভাব বিড়ির পেছনটাও মূল্যবান ! বড়দের নেশার কথা শুনে একটু তুলনা করে কিছুক্ষণ কষ্ট ভুলে থাকে ! মানুষকে যদি সুসম্পন্ন করা যায় তার মাদক নেশার পথ পরিবর্তন করা যায় তবে এ বিড়ির নেশা থাকবে না । দেশের সরকার নেশা বন্দ করিতে চায়, সেও জানে বন্দ হবে না । অভাব যেখানে প্রবল , সেখানে থাকবে মাতাল ! ধন্যবাদ, শুভেচ্ছা।