মানুষের যতো কর্মকাণ্ড
সুখ আর দুঃখ নিয়ে -
এক ছাড়ে তো, অপর হাজির
জড়ায় সুযোগ পেয়ে ।


সংসার খাঁচায় মুক্তি খোঁজে
প্রতিটি লোক কাজে ,
কত না আস্থায় আরাধনা সারে
প্রতি প্রত্যুষ সাঁঝে ।


সাপ আর বেজি, করে লড়াই
দেহের মাঝে ঘিরে ,
কার জিৎ কখন যে হবে
আজব ধারা-ভিড়ে ।


বাঁচার তালে এ খেলা চলে
থামায় নেইকো নাম ,
শবে রূপান্তর সর্ব শেষে
মরণ সেথায় বাম ।


(ইং-১৯-০৯-২০২০)
*-বাম > প্রতিকুল , বিমুখ ।