বর্বর যুগ, বর্বরতায় সে ভীষণ নীচ !
রক্তে লেখা ইতিহাসের পাতা
এখনো নির্মূল হয় নি সে ঘৃণ্য বীজ ।
সবে বৈজ্ঞানীক জ্ঞানে লভিছে শিখ
মানুষ, ঘাত-প্রতিঘাতে জ্ঞানবান খুব ,
পুনঃ সে দৈন্য চায় না ভিখ ।


কঠোর কৃচ্ছ্র সাধনে আয়ত্তে জ্ঞান
মাতিয়ে রেখেছে তাঁরা জগৎ সংসার ,
মানুষ, সর্বজীবে আজ দানে সম্মান ।
মানব নয় অবুঝ , মঙ্গলের পূজারী
সর্বপ্রকার সৎকাজে তাঁরা অগ্রণী ,
বাঞ্ছা, সমৃদ্ধি ও শান্তির বসতবাটী।


রাষ্ট্রে যদি বাড়ে সেনাদল
রণসাজ- গোলাবারুদ !
ষড়যন্ত্র-কুচক্র ,ভরা হলাহল ,
ভিতরে বৈরী অযুত ।
ঘরে ঘরে অভাব হাহাকার
ভরা চতুর্দিক, অবিচার ব্যাভিচার ,
কি পরিচয় তার সুসভ্য সমাজ ?
জাগ্রত মানুষ আগ্রহী আজ.
চায় না পুনঃ সে বর্বর রাজ ।


(১৩-১০-২০২০)