অপ্রয়োজন অকারণ কত মাতব্বর ,
নানান মতানৈক্যে পাটা, ভূ-অম্বর ।
তাঁরা আছেন শ্রীধর, মাতিয়া কত ,
খুশমেজাজ সংখ্যায় দলে শতশত !


কৌশলে বাহুবলে, সমাজ হেলায় ,
গরবে মাতে, মাতব্বরি খেলায় ।
মাতব্বারি কাজ, ধ্বংসের সাজ ,
ভালই পারে তারা, কৃত্যে আজ ।


অনন্তকাল, যুগ ধারা- বয় সময় ,
সুবোধটা তাঁদের, হ’ল না উদয় ।
তাঁর লক্ষ্য নির্ঘন্ট- তালে অমিল ,
আদর্শ ভাবনা- করে না শামিল ।


সে নাছোড়বান্দা তাঁর প্রিয় ধান্দা
নিজেরে জাহির- জনসেবক বান্দা ,
মুমূর্ষু , অভাগার আঁখি ভরা জল ,
বর্ণচোরা ভোগে না কোন কুফল !


(ইং-২৩-১১-২০১৮)