আবার এলো বসন্তে দোল -
ভাঙের ঘোল, মাতাল-পাগল !
এ, নন্দী-ভৃঙ্গীর মহা প্রসাদ ,
নর ও দেবতা, যায় না বাদ !


যার অজানা- সে ভাঙের স্বাদ ,
সে দোলকে ভাবে এক আপদ !
পানের পরে, কানেতে, রোল -
পথে-পথে মুখরিত হরিবোল !


অচল সে গিলে, ঢুলে চলে ,
বোবার ভাগ্য, ঘোলে খোলে !
প্রেমে মাখামাখি, যার বেশী ,
সামনে দেখে, রূপবতী শশী !
কখনো, সখা- সখী, বনে রাই -
আহাঃ-মরি ! তার  জুড়ি নাই !  
আচার- বিচার, হোলিতে ছুট -
নেশা থাকা চাই ,গাঢ়-অটুট !
দিল্ দরাজ, -মুক্ত দ্বার -
অতি সহজে আনন্দ অপার !


চার আনার ,মাত্র ভাঙ !
এক আনার রাঙা- রং ,
রাঙিয়ে দেয়, সারা বসন্ত -
হোলিতে প্রেমের নেই অন্ত !


(ইং-২২-০২-২০১৮)
সকল প্রিয়কবিকদের হোলির শুভেচ্ছা জানাই ।