বিশ্বমাঝে যুধিষ্ঠির সমকক্ষ- সত্যবাদীর কাম
    নবরূপে প্রতিয়মান অধুনা ধরাধাম
    মোহন বাঁশি হাতে ধরা মহাত্মা-শ্যাম ,
দেশবাসির উজ্জ্বল আঁখি, কর্ণ ভরা সুনাম ।


কলির সত্যবাদী , আর কত দেবে পরিচয় !
    তালঠুঁকে বলছে, উল্টো চলবে রথ
    স্বরূপ, ঘোরপুঁজিপতি শাসিত পথ ,
কথায় নয় হেরফের, শুধু চাই আগেও জয় ।


দাসপ্রথা ,জাত-পাত, হবে পুনরায় উদ্ধার
      গুটিয়ে আসবে, কর্ম অবসর
      নিজীকরণে আয় বাড়ে-অপার ,
প্রজা ,রোগ-শোকে বিচলিত , না উপচার ।


অবোধ জনে বুঝাই শুধু ফেরাতে কপাল ,
   আয়ের সার্বজনিক ক্ষেত্র ভরা জঞ্জাল
   তাই তো দেশে ছিল এতদিন আকাল ,
বেচায় মন স্পষ্ট সত্যকথা, ভেব না মাতাল  ।


(৭-০৩-২০২১)