জন্ম যার শ্রম বেচা, পেটের জ্বালা বড়ো
দেশকাজে অগ্রসারির, শক্তি-সমর্থে দড় ।
শ্রমদ্বারা বাঁচতে চায় আপন আলয় ছেড়ে ,
রে রে করে বিপদ আসে হঠাৎ তাড়া করে ।


স্থায়ী তারা রক্ষা পায় নিজের নিজের ঘরে
দুঃখ কষ্টের পাহাড় ভাঙ্গে সর্বহারার পরে ।
আর কতকাল পরীক্ষা নেবে সুসভ্য সমাজ ,
পথে-ঘাটে মৃত্যুমিছিল, দৃশ্য কেবল আজ ।


সপ্ততালায় সুখের বাস, আঁচ পড়ে না ভালে ,
বানভাসিতে পড়নি যারা জানে না কষ্ট জলে ।  
এ যুগের রীত যে হায় ! উপকারী সে মরে -
তাই প্রবাসী শ্রমিক যতো রাস্তাঘাটে পড়ে ।


(ইং-৩০-০৩-২০২০)
আজ পথেঘাটে, প্রবাসী শ্রমিকদের ঠিকমত সংবাদে যোগাযোগ না হওয়ায়, লকডাউনে অসীম দুর্ভোগ হচ্ছে ।