এ কি বিভীষিকা !আর যায় না দেখা ,
গৃহে-গৃহে আজ বিপদ, বড়ো সে একা ।
এত ঠুনকো নয় যে মনুষ্য আত্মবল-মন
এভারেষ্ট জয়ী সে মানুষ, শৃঙ্গে আরোহণ ।
তোলপাড় করা সাগর, মরু, দুর্গম মেরু ,
আজ কিনা গৃহবন্দি, বুক তার দুরু-দুরু ।


জগতের সমস্ত আশ্চর্য্য মনুষ্য দ্বারা সৃষ্টি ,
আজ কিনা পথে বসা, সভ্যতা ও কৃষ্টি ?
শ্বাস নিয়ে পাশ ফিরে, ব্যক্ত শেষের কথা ,
মনের সাধ হয় না পূরণ, অসহ্য সে ব্যথা ।


কালনাগের ছোবলের মৃত্যুরে যায় গোনা
গোটা বিশ্ব গ্রাস করে করোনার বিষ-ফণা ,
এ কি ভীষণ কষ্টকর জ্বালাধরা বিষের ধার
বিজ্ঞ-সৎ, ধনি-গরীব, কারো নেই নিস্তার !
সে করোনা দেশকালপাত্র দেখে না আর
কেবলি মতি মৃত্যুর ঝড়, প্রবল গতি তার ।
অভাবিত শত্রু কবলে মানুষ গহীন জলে ।
আতঙ্ক ভরা অজানা কারণে, দিবস চলে ।


(ইং-১১-০৪-২০২০)