বাদল, ধুপ- ছায়া, বেষ্টিত সীমা -
তবু কেন তাপে দগ্ধ দেশ-মা ?
ভরা জল জমি জঙ্গল নদী ঝর্না ,
বর্ষা সে দানিছে অজস্র করুণা ৷
কোন ভিতে দেখি না কমি তথায় -
তবু ধায় না দেশ গন্তব্য দিশায় ।
গত কত কাল অভাব হতাশায় –
জনগণের অশেষ কষ্ট হামেশায় !


উন্মুক্ত জল পথ বিস্তৃত পরিধি ,
উত্তরে ঘেরা পর্বত, তিনে বারিধি ।
ভাসছে জলপোত উড়িয়ে ধ্বজা ,
দেশ সম্পদে সেরা বনিজ্যতে রাজা  ।
দেশে কলকারখানা শিল্প কি নাই !
তবু চাহিদার হয় না কেন ভরপাই ?
কোথায় বাধা-বিরোধ -খটকা টান -
আমি খুঁজব মূলে অকাট্য প্রমাণ ।


(ইং-০১-০৭-২০১৭)