আমি লিখব ঐ দূরাচারী, নির্দয় -
প্রতিনিয়ত সমাজে আনছে ক্ষয় !
জানাব ঐ তস্কর মহাভেজালদার -
ছলের অর্থ জুড়ে-জুড়ে ভূড়িদার !
আমি লিখব প্রকৃত প্রেমের-ধরম ,
ভালবাসার ধারা, ‘বসুধৈব কুটুম্বকম্’ ৷


পুনঃ প্রতিষ্ঠিব বিশ্বে প্রাচীন নজির
আমি লিখে যাব তা’ করতে হাজির ৷
গত ঐতিহ্য মহান সংস্কার মাঝে -
খুঁজি সত্য ইতিহাস ,ভাঁজে-ভাঁজে ৷
কোথাও পেলে কোন খোঁট-কমতি ,
চেষ্টিব দানিতে রূপ সাধ্যমত স্থিতি ।
জন বিচারে যদি পাই রায় অসফল -
ভরলে ফাঁটল চোরা পথে অনর্গল ;
বাঞ্ছা, বাঁধিতে অটুট স্থায়ী দৃঢ় বাঁধ ,
আপ্রাণ প্রচেষ্টা অহরহঃ রবে অগাধ ৷


(ইং-০১-০৭-২০১৭)