কত তপস্যী, অমূল্য জীবন ত্যাগে ,
বিক্রমে সেনা লড়ে রণে,- অগ্রভাগে
কত বিদুষী মাতা তাঁরা, বীর-প্রসবা -
তবু হায় ! কেন দেশ নিঃস্ব-নিষ্প্রভা ।


নীরদ করে ক্ষিতিজ ঠাণ্ডা-শীতল
তার দানে ভূমি উর্বর, ফলে ফসল ,
তবু আকণ্ঠভরা তৃষ্ণা- জলপিপাসা -
কে দেবে উত্তর ? মম সনে জিজ্ঞাসা ?


ধনবান দেশ, পূতঃ ভূভাগ আর মাটি -
ভূসম্পদে ভরা তায় কোটি-কোটি ;
নিয়ত সর্বহারা করে কঠোর পরিশ্রম ,
ভরা অভাবের তাড়না, কৈ উপশম ?


ভূ-মাতার বিছানো শ্রান্তির সে আঁচল
চারিধার চাষীর প্রাণের সুন্দর ফসল ,
হেরি ছায়া-সুশীতল মলয় বিরাজমান
তবু কেন ঘনঘোর উৎকণ্ঠিত পরাণ ?
অরুণ বরুণ গগন, পবন চাঁদ তারা ,
সদাশয়, সেবিতে তারা পাগলপারা ৷


(ইং-০১-০৭-২০১৭)