আমি লিখব কারণ, জাগৃতির অভাব
বোধগম্য- ভাষ্যে লেখায় হবে উদ্ভব ,
ভক্তি, বিশ্বাস ,সমাজ মান উত্থানিতে ,
জন-দ্বারা চালিত কর্মভিতে সর্ব হিতে ।
সুধীজনে সানন্দে তাঁর চিত্ত হিল্লোলে-
ভরবে অন্তর, উল্লাসিত নবকল্লোলে ৷


কেন ? এতকাল গড্ডালিকা প্রবাহে-
জ্ঞানী-গুণী, ধনী-মানী, অহরহঃ বহে ?
কেন পায়নি সে ক্ষয়ের যন্ত্রণা-আঁচ
লেখার বর্ণনে তা’ তৎপর হবে আজ ৷
সমগ্র সমাজ কেন নিষ্প্রভ কাজে ?
চাই সুষ্ঠু উৎধারা লেখনির মাঝে ।


কেন দিশেহারা উদ্ভ্রান্ত আজ পথিক ?
আমার চাই জানা ,কারণ তা’ সঠিক ৷
এত স্মৃতি মেধা ধৈর্য্য সাহস বল -
কেন অনন্ত বহিবে ধারা -রসাতল ?
আমি খুঁড়িব ভূমির গভীরে অতল ,
খুঁজব ক্ষয়ের সে কারণ আসল ।


(ইং-০১-০৭-২০১৭)