সবই শোনা কথা, -সারা
নূতনত্ব কিছুই না প্রতি সবেরা  
আশা, ভাবনারাও বিমুখ
নাগালের বাইরে তারা ,
না আগ্রহ আদর - তপস্বা
আগের মত দেয় না সাড়া ।


মৃত যেন বিসুভিয়াস্
কমেছে ইন্ধনের আঁচ ,
সবই শিথিল না- বিদ্রোহ ,
যারা কষ্টে বারোটি মাস
না- বাড়ার বিশেষ আগ্রহ ।


শিশুরা কৈ দুপন্তপনায় ?
বড়োরা ব্যস্ত সুখ আশ্বাদনে
কেউ রাখে না- কারো খবর
পৌষী পবন বহে মনে ।
ঝরা পাতার কান্নার গান
যেন প্রকৃত সময়ের মান
দিনধারার খবরে অনজান
আজ সাজ, সাড়াহীন পরাণ ।


(০৮-০৭-২০২১)