চারি ভিতে বাজিছে চরম রণভেরী ,
সহ্যতে রণরঙ্গিনীরা ,করেনা দেরী !
যদি আসে ভয়ঙ্কর ! সে কুক্ষণ সময় ,
হানাহানি তরে, একে অন্যের দেশ জয় !
সজ্জিত, মারমুখী, ঐক্যহিনী, সৈনিক ,
তারা আপ্রাণ যুদ্ধ লড়িতে নির্ভীক ।


গর্জন,চলমান সরজমিন ’পর- হাজার-
উগ্র ধাবনাম, করিতে নর-সংহার -
মারাত্মক বারুদে ঠাসা, যুদ্ধ ট্যাঙ্ক !
তৎপর, আগুন গোলা বর্ষণে ধ্যান ।


উপরে অজুত বোমবর্ষক সুপারসনিক ,
কাঁপিয়ে আকাশ বাতাস তারা চতুর্দিক !
বিমান নির্দয় ! বোমবর্ষায়, অজস্র ধারায় ,
হাইড্রোজেনবোম , অ্যাটমবোম ,ফাটায় !
সহস্র সূর্য এক সাথে যেন গগনে উদয় !
বিভৎস দৃশ্য ! কি সে অবস্থা ? দাঁড়ায় !
কাকে জানানো অভয় ? জয়-পরাজয় !
কে মাপিবে ধ্বংসের প্রলয় ? তার ক্ষয় !  
কে লিখিবে ইতিহাস ? ভাষায়, কথায় !
কার হাতে তখনো বেঁচে রয় নোটবুক ?
কার বাঁচে দয়া-মায়া স্পন্দন ভরা বুক !


বাঁচিবে কী শ্রবণে কর্ণে, ক্ষীণ শক্তি ?
কোন্ আস্থায় জানাবে আপন ভক্তি ।
বাঁচার সাধন ,রৌদ্র-ছায়া, জল, বায়ু ,
কার-কার তখনো বাঁচিবে প্রাণ, আয়ু ?
কখনো যদি আসে সে অশুভ সময় ,
চিরতরে নিঃশেষ ! সবকিছু, ভূবনময় ।


(ইং-১১-১২-২০১৭)