যে- খেলে নি ফুটবল
অজানা ,খেলার সব নিয়ম
আরো মাঠের সীমা-পরিসীমা ,
তাঁকে দিলে ভার- পরিচালনা
কোথায় ঠেকে পুরো দল -
কার সাথে করি বা--এর তুলনা ।


দর্শক জনতার আঁখি ছলছল
'মাথার উপর গড়ায় জল' -
বিচার-নিয়ম ছাড়া- ঐ ফুটবল ,
যাঁদের হাতে আছে দেশ- সচল !
কেবলি মাঠে, লাথালাথি সার -
নায়কও হতে পারে, কাজে তাঁর ।


যাঁরা আছেন দর্শক, পায় সমাচার  
বোঝে ,কি করিবে বেচারা খেলোয়াড়-
ফাঁকে-সে শাসক, দেশ পরিচালক -
ইতিহাস-পাতায় স্থান, অমরত্বলোক ।

(ইং-২৮-০৭-২০২০)