গণতন্ত্র , জনগণের উন্নতির মন্ত্র
ছাত্র পড়ে কি এ পাঠ ?
ধনীকবর্গ বিদ্বেষী রয়, পসরা সাজায় ,
ভরা জনপদ, মাঠ-ঘাট ।
লাভের ফণা আর তার সে বিষদাঁত -
সময়ে ভাঙ্গতে না পারলে ,
গণতন্ত্র সাবলীল গতির- পায় না পানি
পরমায়ু বন্ধক পড়ে হালে ।
সময়ে বড় কঠিন বাস্তবে সম্পন্ন করা
মত ভিন্নতায় ফাঁসা এ কাজ ,
সুখ-শান্তি সুফল পেতে দেশ মাঝে
সাধারণতঃ আসে না সমাজ ।
ধর্ম-কর্ম আস্থায় সময়, ইচ্ছে মত দিবে
সেথা একাগ্রতায় ন্যাস্ত মন ,
দেশ উত্থানের দেশহিত মুখ্য ভাবনা -
বিচারগুলি সামন্তি আমন্ত্রণ !!

(১৪-০৬-২০২৫)