শিশুর থাকে কচি-কাঁচা মন ,
তার মতিগতি সদা অনুসন্ধিৎসু চিন্তন ।
সামনে জ্ঞানে যা কিছু মেলে -
গোগ্রাসে বেধড়ক ফেলে তারে গিলে ।


শিশুর কাজে কিবা তার দোষ -
পাকা-পোক্ত, তাঁরও থাকে না বুঝ -হোঁশ ।
সাপ পেটে যা পোরে করে হজম ,
মানুষ সে উদর দেখে না, ভক্ষণে না কম ।


অতিরিক্ত জ্ঞানলাভে, পরিশান-
আত্মীয়, দেশজনতার দিতে চায় না মান ।
উঁচুপদে উঠে ভাবে- নিরবধি ,
যোগাড়ে চেষ্টায় থাকে অর্থ-কড়ি-নিধি ।


খাওয়ার বহর তাঁর অতি অমাপা ,
ঘড়া ভরা মানীর ঘরে আকছার পড়ে ছাপা ।
বিজ্ঞের ধরণ কেন এমত করম ?
খুববেশী জ্ঞান পেলে , হয় তাঁর বদহজম ।


(ইং-১০-০৭-২০২০)
*-পরিশান > অস্থির , নাজেহাল ।