গাড়ী চালোনায় করলে ভুল
গুনতে হয় যে মোটা মাসুল ।


বৃষ্টি মানে না ব্যাঙের ছাতায়
ভাগ্য ফেরে না ছেঁড়া কাঁথায় ।


নৌকার পাল ছিঁড়ে গেলে
ঘুরপাক খায় অথৈ জলে ।


অসতের সাথে দস্তি হলে
অহিত হবেই কোন কালে ।


বুনো হাঁসের পিছে ছোটা
নির্ভরসায় শুধুই খাটা ।


দাঁতের ব্যথায় কষ্ট খুব ?
বেঁচে থাক, খেয়ে সুপ ।


(ইং-১৩-০৮-২০১৯)