আছে কিছু গাছ- জিয়ল, শিমূল ,
তারা খুব বাড়ে- সময়ে অতুল ।
বাঁশবনে ঝাড় মাঝে বাড়ন্ত বাঁশ -
কোমল ফাঁপা, ভিতরে নেই শাস ।


সে সরু বেত ,কাজে কত দড় ,
অনেক ক্ষমতা, শক্তিতে বড়ো ।
ক্ষুদে ধেনো লংকা তেজ ঝাল
খেলেই জ্বালা ,গাল হয় লাল !


ধরার যতো বড়ো বড়ো দেশ ,
অনেকে বাঁশ জিয়ল শিমূল বেশ ।
কখনো ছোট ও বড়ো কৈ তুলনা ?
ছোটর জমির মূল্য সঠিক জানা ।


গড্ডালিকা প্রবাহে যদি দেশ চলা
পেলে ও খুব জমি হয় হেলাফেলা ,
তার উজলা দিনে দৃষ্টি যেন কানা
বাড়ে না ধন-সম্পদ অর্থ খজানা ।


(ইং-১৭-০১-২০১৯)