দেশে অরাজক দেখা দিলে
চিন্তারা জড়ায় মকড় জালে ,
হতাশা-ভয় রয়, সময়-কালে
যন্ত্রণারা সুঁই ফোঁটায় দিলে ,
দুর্গতি ও কষ্টে রয় সকলে
ক্ষুধায় বাস ,পিত্তি জ্বলে -
বিপদও ঘনায় পলে-পলে ।
সুখ-পায়রারা দুঃখ বোঝে না -
পরজীবি হয়ে বাঁচা যায় না ।
আত্মমন্থনের আছে দরকার ,
সাড়ায় যেন ঘুণ ! অন্তরাত্মার ।
কথনো বিপত্তিতে জাগে সুমতি ,
খুলতে থাকে মাথার বদ্ধজট্ -
বোঝা যায় বাস্তব স্থিতি- ক্ষিতি ,
কি ভাবে চলছে এ জগৎ-পট্ ।
(০২-০৩-২০২৫)
দিলে > দিতে থাকলে । দিলে > হৃদয়ে ।