কাজে, হলেও বলবান-সৎ-নির্ভীক ,
তবু সত্যে সফল হয় না সর্বদিক ।
যাচনায় ও অসম্ভব, আছে কারণ
নানা বিঘ্নে তারে ,করে সুখ হরণ ।
দিবারাত্র চেষ্টা, আস্থায় প্রভু, স্মরণ
মানব জীবনে অনেক থাকে অপুরণ ।


সাজালে গৃহে , সুগন্ধি ফুল- কানন
দলে কীট পতঙ্গ, চলে মধু আহরণ ,
অবাঞ্চিত হাজারো হয় অবতরণ
তারা লাভবান তবু, নষ্টের আচরণ ।
করো মানা , উগ্র তারা, শুনিবে না ,
যেন প্রকৃত নিয়ম ,সংসার- জমানা ।


রাষ্ট্র-মূলে ও দেখি পাতায় পাতায়
এক দেশের খুশী অন্যরে সতায় ।
রাতদিন ফন্দি-ফিকির সন্ধানে ক্ষীর ,
সুযোগে তারা শানায় হিংসায় তীর ।


(ইং-১৭-১০-২০১৯)
হিন্দী শব্দ, সতায় > জ্বালাতন করে ।