যদি রুখতে চাও ভাল খেলা-
ভাসাও দেশগাঙে ক্রিকেট ভেলা ৷
যদি কীটাণু চাও ভরা আঁত-
আহারের অগ্রে ধুয়ো না হাত ৷
যদি ভুগিতে চাও আমাশয়-
খাওয়ায় জোর বাসী, তেল মসলায় ৷
যদি চাও সহজে কাজে হবে ফেল -
পর চরখায় মারো খুব করে তেল ৷
যদি চাও তাড়াতে ঘি-ভাত -
শোও ঘনঘোর দিন রাত ৷
যদি চাও খুব করে ধরুক বাত -
কাজ রেখে, তাসে দাও হাত !
চক্ষে যদি দেখ, সর্ষে ফুল -
জগতটা ভেব মিথ্যা ও ভুল ৷
যদি ফেলাতে চাও দাঁতের মাড়ি-
খুব করে মার পরের হাড়ি !
যদি হতে চাও এক রাতের রাজা -
আশীর্বাদ নাও কল্কের, বাকি গাজা !!
(ইং-২৯-১২-২০১৬)