জীবনকে জানা, বোঝা, বড়ো কঠিন ব্যাপার -
যদি গড়ে ওঠা যায় যোগ্য চিন্তক ,
দক্ষতায়- এ কাজে উন্নতির সম্ভাবনা অপার ।


হারার স্বাদও জীবনে সবার একান্ত দরকার ,
সব খেলা জেতা সম্ভব না -
সব তীর্থ ঘুরে ঘুরে শান্তি হয় না জোগাড় ।


তক্ষনি মনটি ভরে ,আত্মজ্ঞানী হয় যে জন ,
কুড়েঘরেও সুখ মেলে অঢেল -
রাতের নিদ্রা সুখময়,এও এক পরম প্রাপ্তি ধন ।


বিবেক যাচাই মস্ত কাজ- শ্রেষ্ঠায় জ্ঞনোদয় ,
যদিও সব কাজ সবে পারে না -
তবু সামর্থে চেষ্টায় হয় না কোন নাম-যশ ক্ষয় ।


জীবনে সুখ পরিপাটি- জীয়ন কাঠি যেন তায় -
সে মোক্ষম বেঁচে থাকার উপায় ,
যদি রপ্তে, আত্মসন্তুষ্টি বিষয়টি- আসে মাথায় ।


(০৫-০১-২০২৩)
“লোকে বলে কবি”- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ি কবি)- (০৫-০১-২০২৩) ।
প্রিয় প্রবুদ্ধ ভগিনীর কাব্যে মুগ্ধ হয়ে আমার এ কাব্য লেখা । তাঁর সম্মানে উৎসর্গ করা হল-- লেখাটি ।